ছবি : সংগৃহীত
ক্রিকেটার সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে। যদিও তিনি দেশের বাইরে। জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন। বুধবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে।
সাংবাদিক প্রশ্ন করেন, সাকিবের নামে হওয়া হত্যা মামলার কী হবে, তখন পাল্টা প্রশ্ন করেন উপদেষ্টা নিজেও। বলেন, সাকিবকে নিয়ে বলছেন? ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন?
আসিফ নজরুল বলেন, সাকিবের যা অর্জন, তা ব্যক্তিগত। কিন্তু আমিনুল দেশের জন্য শিরোপা এনেছেন। অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। দিনের পর দিন তার জামিন আবেদন নাকচ করা হয়েছিল।
আসিফ নজরুল আরও বলেন, সাকিবকে তো গ্রেফতার করা হয়নি। তার নামে কেবল মামলা হয়েছে। দেশে এলে তাকে গ্রেফতার করা হবে না এমন ইঙ্গিতও দেন আইন উপদেষ্টা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।