Apan Desh | আপন দেশ

৫ উইকেটে ২৭৪ রানে থামল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ৩১ আগস্ট ২০২৪

৫ উইকেটে ২৭৪ রানে থামল পাকিস্তান

ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রথম ইনিংস থামল ২৭৪ রানে। ৬১ রানে ৫ উইকেট নেন মিরাজ। টেস্টে বাংলাদেশের ডানহাতি অফ স্পিনারের এটি দশম ফাইফার। তাসকিন আহমেদ নেন ৩ উইকেট। সাকিব আল হাসান ও নাহিদ রানা ধরেন ১টি করে শিকার।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইম আইয়ুব। শান মাসুদ খেলেন ৫৭ রানের ইনিংস। শূন্য রানে জীবন পেয়ে ৫৪ রান করেন সালমান আলি আঘা। সালমানের বিদায়ে নবম উইকেটের পতন হলো পাকিস্তানের। তাসকিনের বলে বাউন্ডারিতে সাকিবের দারুণ ক্যাচের শিকার হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৯৫ বলে ৫৪ রান করেন তিনি।

চতুর্থ শিকার মোহাম্মদ আলিকে সাজঘরে পাঠালেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের এটি চতুর্থ উইকেট। ক্রিজে নতুন ব্যাটসম্যান আবরার আহমেদ। শূন্য রানে জীবন পাওয়া সালমান আলি আঘা ৮৬ বলে ৪৬ রানে অপরাজিত। ৮৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২৫৭ রান।

মিরাজের বলে সাকিবের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরলেন খুররম শাহজাদ। এটা মিরাজের তৃতীয় শিকার। ৪১ বলে ১২ রান করেন খুররাম। ক্রিজে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ আলি। ৬৪ বলে ৩১ রানে অপরাজিত শূন্য রানে জীবন পাওয়া সালমান আলি আঘা। ৭৮ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ২৪২ রান।

রিজওয়ানকে ফিরিয়ে দ্বিতীয় টেস্টে প্রথম উইকেট পেলেন নাহিদ রানা। সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ২৯ রান করেন রিজওয়ান। এ ওভারের আগে নাহিদ ১১ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। রিজওয়ানের বিদায়ে ষষ্ঠ উইকেট হারিয়েছে পাকিস্তান। ৬৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২১৬ রান। ক্রিজে আগা সালামানের (১৮) সঙ্গে আছেন খুররম শেহজাদ (৩)।

এর আগে দিনের প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ৬ বলে কোনো রান করার আগেই আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তিনি। এমন সাফল্যের পর কিছুক্ষণ চাপ ধরে রাখলেও উইকেট পায়নি বাংলাদেশ। প্রথম সেশনে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটে উল্টো প্রতিরোধ গড়ে পাকিস্তান।

দ্বিতীয় সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান মিরাজ। তার সঙ্গী সায়েম আইয়ুবকেও ফেরান তিনি। তার বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন ১১০ বলে ৫৮ রান করা আইয়ুব। ওই সেশনে বাংলাদেশকে তৃতীয় উইকেটটি এনে দেন তাসকিন আহমেদ। ২৮ বলে ১৬ রান করা সৌদ শাকিলকে ফেরান তিনি। চাপে থাকা পাকিস্তানকে আরো বিপদে ফেলেন সাকিব আল হাসান। ৭৭ বলে ৩১ রান করা বাবর আজম তার বলে হয়ে যান এলবিডব্লিউ।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়