Apan Desh | আপন দেশ

চতুর্থ জয়ের পথে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:০২, ৯ সেপ্টেম্বর ২০২৪

চতুর্থ জয়ের পথে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড প্রথম ইনিংসে বাজবল স্টাইলে খেলে বড় স্কোর করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। অলি পোপের দলের লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো ১৫৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে। প্রথম ইনিংসে তারা ৩২৫ রান করে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৬৩ রান করে, জয়ের লক্ষ্য স্থির করে ২১৯। ওভালে টেস্টের তৃতীয় দিন শেষে ধনঞ্জয় ডি সিলভার দল জয়ের খুব কাছাকাছি চলে আসে।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৯৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিনের খেলা শুরু করবেন ৩০ রান করা কুশাল মেন্ডিস এবং ৫৩ রানে অপরাজিত থাকা পাথুম নিসাঙ্কা। ৯ উইকেট হাতে রেখে জয় পেতে তাদের আরও ১২৫ রান প্রয়োজন।

তৃতীয় দিন শেষে লঙ্কানদের জয় নিশ্চিত করেন লাহিরু কুমারা। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে, ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চতুর্থ ইনিংসে সর্বনিম্ন রানে নিয়ে যেতে মূল কাজটা তিনিই করেন। ইংল্যান্ড এর আগে ম্যাককালামের অধীনে ১২২, ১৪৫ ও ১৪৯ রানে অলআউট হয়েছিল। ইংল্যান্ডের চার ব্যাটসম্যানকে ড্রেসিংরুমে পাঠান তিনি। তবে বেন ডাকেটকে ফেরার পথ দেখান আসিথা ফার্নান্দো। ২ উইকেট নেন তিনি। বিশ্ব ফার্নান্দোর শিকার ৩ জন। জেমি স্মিথ ৬৭, ড্যান লরেন্স ৩৫, জো রুট ১২ এবং অলি স্টোন ১০ রান করেন ইংল্যান্ডের হয়ে। 

এর আগে প্রথম ইনিংসে অলি পোপের ১৫৪ রানের বিপরীতে ইংল্যান্ড করেছিল ৩২৫ রান। বেন ডাকেট ৮৬ রান করেন। জবাবে শ্রীলঙ্কা ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে। ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস দলকে ফিরিয়ে আনেন। শ্রীলঙ্কাকে সিলভা ৬৯ ও কামিন্দু ৬৪ রান করে লড়ায়ে রেখেছিল। গত মার্চে সিলেটে একই ইনিংসে দুই সেঞ্চুরি করে বাংলাদেশকেও একই অবস্থায় লম্বা সময়ের জন্য রেখেছিলেন দুজন।  

শ্রীলঙ্কার পক্ষে পথুম নিসাঙ্কা ৬৪, কুশল মেন্ডিস ১৪ ও আসিথা ফার্নান্দো ১১ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন জস হুল ও অলি স্টোন। ক্রিস ওকস ২ ও শোয়েব বশির ১ উইকেট পান।

আপন দেশ/অর্পিতা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়