Apan Desh | আপন দেশ

বেলজিয়ামকে হারিয়ে ঘুরে দাঁড়াল ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৪

বেলজিয়ামকে হারিয়ে ঘুরে দাঁড়াল ফ্রান্স

ছবি সংগৃহীত

উয়েফা নেশন্স লিগের নতুন আসরের প্রথম ম্যাচে হেরে গেলেও বেলজিয়ামকে হারিয়ে  দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ফ্রান্স।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা।

ঘরের মাঠে খেলা হলেও, ম্যাচের শুরুতে ফ্রান্সকে বেশ চাপে ফেলেছিল বেলজিয়াম। তবে নিজেদের ঘুচিয়ে নেয়ার পর একের পর এক আক্রমণ চালায় কোলো মুয়ানি-থুরামরা। ম্যাচের ২৯তম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় ফ্রান্স।

দেম্বেলের শট ঝাঁপিয়ে ঠেকান বেলজিয়াম গোলরক্ষক। ফিরতি বলে জোরাল শটে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানি। এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয় হাফেও আক্রমণের ধারা বজায় রাখে ফ্রান্স। দ্বিতীয় হাফের শুরুতেই দুইটি গোলের সুযোগ পেয়েছিলেন ফরাসি মিডফিল্ডার মানু কোনে।

৫৭ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কান্তের বল ডি বক্সের বাইরে পেয়ে গোল করেন উসমান দেম্বেলে। এরপর বদলি হিসেবে নেমে দুইটি গোলের সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে বেলজিয়ামের গোলরক্ষক ক্যাস্টিলস দলকে বাচান। ম্যাচে কিছু গোলের সুযোগ পেয়েছিল বেলজিয়ামও। তবে ফ্রান্সের ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি ডি ব্রুইনে-ডকুরা।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়