ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ নারী দল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।
১১৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই রানআউটে কাটা পড়েন ওপেনার শামিমা সুলতানা। ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন এ ওপেনার।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান যোগ করেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। ৩৪ বলে ৪৭ রান করে দিলারা আক্তার আউট হলে ভাঙে এ জুটি। তৃতীয় উইকেট জুটিতে আসে মাত্র ৫ রান। ৩৪ বলে ৩০ রান করে আউট হন মুর্শিদা খাতুন।
৩ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েদের রান তখন ৮২। এরপর আর কোনও বিপদ ঘটতে দেননি নিগার সুলতানা ও রিতু মনি। ২১ বলে ২৪ রানে নিগার সুলতানা ও ১৬ বলে ১১ রানে রিতু মনি অপরাজিত থাকেন। পরে দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশের মেয়েরা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।