ফাইল ছবি
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ২৩ বছরে পাকিস্তানকে একবারও এ ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ। সে দলটাকেই সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। সেটাও কিনা আবার তাদের মাটিতেই। টাইগারদের এমন ঐতিহাসিক সিরিজ জয় সাড়া ফেলেছে পুরো বিশ্বের ক্রিকেটাঙ্গনে।
ইতিহাস গড়ে দেশে ফেরা ক্রিকেটারদের পুরস্কৃত করতে কমতি রাখেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার জানা গেল, বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।
শান্তদের পুরস্কৃত করতে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বড় কোনো সিরিজ জিতলে ক্রিকেটারদের বোনাস দেয়ার রীতি রয়েছে বিসিবিতে। এবার অবশ্য ক্রিকেটাররা বিশেষ পুরস্কার পাচ্ছেন সরকারের পক্ষ থেকে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।