Apan Desh | আপন দেশ

বাফুফে নির্বাচন করবেন না সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বাফুফে নির্বাচন করবেন না সালাউদ্দিন

ফাইল ছবি

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। সে নির্বাচনে বাফুফের সভাপতি পদে পুনরায় নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বাফুফে ভবনে এ ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে বাফুফে সভাপতি পদে পুনরায় নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন কাজী সালাউদ্দিন।

আজ বিকেলে আকস্মিক এক সংবাদ সম্মেলন ডাকেন চার মেয়াদের বাফুফে সভাপতি। সে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ২৬ অক্টোবর নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ বা নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সাবেক ফুটবলার ও নানা শ্রেণী আন্দোলন-প্রতিবাদ করছিল। কোনো চাপে এ সিদ্ধান্ত কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। মাস খানেক আগে কাজী সালাউদ্দিন পুনরায় নির্বাচন করার ব্যাপারে দৃঢ় অবস্থানে ছিলেন। সে অবস্থান থেকে আকস্মিক সরে আসার কারণ কি– এ নিয়ে প্রশ্ন এলেও উত্তর দেননি। 

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়