ছবি: সংগৃহীত
আফগানিস্তানের ক্রিকেটে নতুন বাতাস বইছে। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এখন দক্ষিণ আফ্রিকা। গত ১১ মাসে বড় এ দলগুলোকে হারিয়েছে আফগানরা।
সর্বশেষ শিকারের খাঁচায় ধরা পড়ে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের বাইরে নিজেদের প্রথম ম্যাচেই প্রোটিয়াদের হারিয়েছে আফগানরা। এ প্রথম কোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকাকে হারাল তারা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে আফগানিস্তান শারজায় সিরিজের প্রথম ওয়ানডে জেতে। প্রোটিয়াদের ৬ উইকেট এবং ১৪৪ বল হাতে রেখে মাত্র ১০৬ রানে আউট করেছে। টেস্টে যেকোনো দলের বিপক্ষে এটি তাদের তৃতীয় বৃহত্তম এক বড় জয়।
বোলাররা সত্যিকারের কাজ করেছে। তবে ১০৭ রানের টার্গেট থাকলেও সমস্যায় পড়ে আফগানরা। আফগানিস্তানের পক্ষে প্রোটিয়া বোলাররা ৩৮ রানে ৩ উইকেট নেন।
তবে জয় নিশ্চিত করেন আজমতউল্লাহ ওমরজাই আর গুলবাদিন নাইব। ওমরজাই ৩৬ বলে ২৫ এবং নাইব ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৩৬ রান তুলতেই আফগানদের বোলিং তোপে ৭ উইকেট হারায় প্রোটিয়ারা। তখন পঞ্চাশের ঘর পেরোনোই কঠিন মনে হয়েছিল। তবে উইয়ান মুল্ডারের হাফ সেঞ্চুরিতে কিছুটা মান বাঁচে।
শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৩৩.৩ ওভারে ১০৬ রান করে অলআউট হয়। এটি আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন ওয়ানডে স্কোর।
৩৬ রানে ৭ উইকেট হারানোর পর মুল্ডার সুবিধা নিয়ে দলকে ১০০-এ নিয়ে যান। সপ্তম নম্বরে নামা এ ব্যাটসম্যান ৮৪ বল খেলে ৫ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৫২ রান করেন। অন্য কেউ বিশের ঘরও ধরতে করতে পারেনি।
৩৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আফগানিস্তানের ফজলহক ফারুকি। আল্লাহ গজানফর ২০ রানে ৩ উইকেট এবং রশিদ খান ৩০ রানে ২ উইকেট নেন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।