ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা নারী 'এ' দলের বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জিতেছিল বাংলাদেশ নারী 'এ' দল। তবে চতুর্থ ম্যাচে জয় পায় শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল রাবেয়া খানরা।
স্বাগতিক শ্রীলঙ্কাকে উইকেটে সহজেই হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি শেষ ম্যাচে শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নামে। শুরুতে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ছোট এ লক্ষ্যে পৌঁছতে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১.৪ ওভার। আর হেরেছে ২ উইকেটে।
শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে মাত্র একজন দুই অঙ্কের কোটা পার করতে পারে। চেতনা ভিমুক্তি ২০ বলে করেন ১১ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন রাবেয়া খান। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মারুফা, রাবেয়া ও ফাহিমা।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।