ছবি: সংগৃহীত
গলে শ্রীলঙ্কার স্পিনার প্রবাত জয়াসুরিয়ার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬ মিনিটে নিউজিল্যান্ডের শেষ দুটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে এনে দিয়েছে দাপুটে এক জয়। নিউজিল্যান্ডের জন্য জয়ের লক্ষ্য ছিল ২৭৫ রান। কিন্তু কিউইরা শেষ দিনে যোগ করতে পেরেছে মাত্র ৪ রান। জয়াসুরিয়ার স্পিন ঘূর্ণিতে নিউজিল্যান্ডের শেষ ২ উইকেট পড়ে মাত্র ২২ বলের মধ্যেই। যার ফলে শ্রীলঙ্কা ৬৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয়।
সোমবার (২৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে শ্রীলঙ্কার দাপুটে জয় হল। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে অন্যতম প্রবাত জয়াসুরিয়া। যিনি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। যা তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফাইফার। তিনি দ্বিতীয় ইনিংসে ৬৮ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট দখল করেন তিনি। তার এ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কারও অর্জন করেছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে আজ শেষ দিনে জয়াসুরিয়ার এলবিডব্লুর ফাঁদে পড়ে ৯২ রানে আউট হন রবীন্দ্র। এরপর উইলিয়াম ও’রুর্ককে বোল্ড করে জয়াসুরিয়া শ্রীলঙ্কাকে জয় এনে দেন। কিউইদের শেষ ২ উইকেটের পতন ঘটে ১৬ মিনিটেই। যার ফলে শ্রীলঙ্কা দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
গলে বুধবার (১৮ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা ৩০৫ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৪০ রান সংগ্রহ করে ৩৫ রানের লিড নেয়। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৩০৯ রান করার পর নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান। তবে জয়াসুরিয়ার স্পিন ম্যাজিকের সামনে কিউইরা দ্বিতীয় ইনিংসে ২১১ রানেই গুটিয়ে যায়।
শ্রীলঙ্কা এ টেস্ট ম্যাচ খেলেছে দুই প্রেসিডেন্টের সময়ে। খেলা শুরুর সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন রনিল বিক্রমাসিংহে। তবে টেস্টের মধ্যেই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন অনূড়া কুমারা দিশানায়েকে। নতুন প্রেসিডেন্টের অধীনে এটিই লঙ্কান ক্রিকেট দলের প্রথম জয়।
দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও হবে গলে। ম্যাচ শুরু হবে আগামী বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩০৫ (কামিন্দু ১১৪, কুশল ৫০; ও’রুর্ক ৫/৫৫)
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৪০ (ল্যাথাম ৭০, মিচেল ৫৭, উইলিয়ামসন ৫৫; জয়াসুরিয়া ৪/১৩৬)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩০৯ (করুণারত্নে ৮৩, চান্ডিমাল ৬১, ম্যাথুস ৫০; এজাজ ৬/৯০)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ২১১ (রবীন্দ্র ৯২, ব্লান্ডেল ৩০; জয়াসুরিয়া ৫/৬৮)
ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: প্রবাত জয়াসুরিয়া
সিরিজ: ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।