Apan Desh | আপন দেশ

লাল-সবুজ জার্সিতে হামজাকে দেখা যাবে 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৪

লাল-সবুজ জার্সিতে হামজাকে দেখা যাবে 

ফাইল ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীকে নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। বাংলাদেশের জার্সিতে কবে দেখা যাবে তাকে, এ নিয়ে সমর্থকদের অপেক্ষার যেন শেষ নেই। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই লাল-সবুজের জার্সিতে দেখা যাবে এ ফুটবলারকে।
 
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ তথ্য জানান।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ইতোমধ্যে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছে বাফুফে। সে অনাপত্তিপত্র ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে দেয়া হয়েছে। সেখান থেকে ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা চৌধুরী।
 
তুষার আরও বলেন, আমরা অনেক দিন থেকেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে যেহেতু ইংল্যান্ডের দলে খেলছে। এজন্য তার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটা ভিন্ন। ইতোমধ্যেই হামজার বাংলাদেশি পাসপোর্ট হয়ে গেছে। এরপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ছাড়ার বিষয়ে অনাপত্তিপত্র দিয়েছে। এখন আমরা সে অনাপত্তিপত্র ফিফার কাছে জমা দিয়েছি। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমতি দিলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা।

আগামী ১১ থেকে ১৯ নভেম্বর ফিফা উইন্ডোতে খেলার চেষ্টা করছে বাংলাদেম। সব ঠিক থাকলে নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজা চৌধুরীকে। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়