ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট এখন সাফল্যের খোঁজে। মাত্র ১০ মাসের ব্যবধানে দলটি আফগানিস্তানের কাছে ওয়ানডে বিশ্বকাপের হার, যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে হোঁচট এবং বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়েছে। এমন দুঃসময়ের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাফল্য পেতে মরিয়া হয়ে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি আয়োজন করা হয়েছে দিনব্যাপী কানেকশন ক্যাম্প।
অক্টোবরের প্রথম সপ্তাহে পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। মুলতানে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আর এ ম্যাচকে সামনে রেখেই বড়সড় পরিবর্তন এনে দল ঘোষণা করেছে পাকিস্তান।
দলটির ঘোষণায় সবচেয়ে বড় চমক হলো অভিজ্ঞ স্পিনার নুমান আলীর দলে ফেরা। ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার ২০২৩ সালের পর থেকে দলের বাইরে ছিলেন। প্রায় এক বছরের বিরতির পর তিনি আবারও জাতীয় দলে ফিরেছেন। নুমান আলী এর আগে ১৫টি টেস্ট ম্যাচ খেলে ৪৭টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে স্পিন বোলিং নিয়ে বিতর্কের পর অভিজ্ঞ এ স্পিনারকে দলে ফিরিয়ে আনা হয়েছে।
এছাড়া দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল। ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের সময় পাকিস্তান স্কোয়াডের অন্যতম বড় শক্তি ছিলেন তিনি। যদিও লোয়ার ব্যাক ইনজুরির কারণে তিনি বাংলাদেশের বিপক্ষে সিরিজ মিস করেন। এবার ইংল্যান্ড সিরিজে তাকেও সুযোগ দেয়া হয়েছে।
অন্যদিকে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেট নেয়া খুররাম শেহজাদের। এছাড়া বাংলাদেশের বিপক্ষে থাকা কামরান গুলাম এবং মোহাম্মদ আলীও বাদ পড়েছেন।
পিসিবি জানিয়েছে, তারা নির্বাচকদের নজরে থাকলেও নির্বাচন প্রক্রিয়ার কারণে আপাতত দলের বাইরে আছেন। তাদের চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ এবং প্রেসিডেন্টস কাপে নিজেদের দলের জন্য মনোযোগ দিতে বলা হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পাকিস্তান স্কোয়াড- শান মাদুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মীর হামজা, মুহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নুমান আলী, সাইম আইয়ুব, সালমান আঈ আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট দল এবার কীভাবে ইংল্যান্ডের বিপক্ষে পারফর্ম করে, সেটাই দেখার অপেক্ষা এখন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।