ফাইল ছবি
গত মাসে আল হিলালের কোচ জর্জে জেসুস শুনিয়েছিলেন আশা জাগানিয়া কথা। কিন্তু এবার জানালেন, শীঘ্রই মাঠে ফেরা হচ্ছে না নেইমারের।
গত বছর আগস্টে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে দলে ভেড়ায় সৌদি প্রো লিগের দল আল হিলাল। নতুন ক্লাবে যোগ দিয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলার পরেই জাতীয় দলে খেলতে এসে ইনজুরিতে পড়েন তিনি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাস ছিঁড়ে যায় নেইমারের। অস্ত্রোপচারের পর সেরে পুনর্বাসন শেষে অনুশীলনে ফিরলেও তার মাঠে ফেরার সম্ভাব্য দিনক্ষণ এখনো জানা যায়নি।
জানা গিয়েছিল, অক্টোবরের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার । কিন্তু আল হিলালের কোচের কথা সে আশায় জল ঢেলে দিয়েছে।
জর্জে জেসুস বলেন, আল হিলাল এবং এই লিগের (সৌদি লিগ) জন্য নেইমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমি নির্দিষ্ট করে তার ফেরার দিনক্ষণ বলতে পারছি না, তবে আমরা জানুয়ারিতে তার অবস্থা দেখব।
কোচের কথায় পরিষ্কার, সৌদি লিগের দ্বিতীয়ভাগের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে নিবন্ধন করতে পারে আল হিলাল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।