ছবি: সংগৃহীত
ক্রিকেটার সাকিব আল হাসান ইতোমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে আসন্ন টেস্ট ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে তাকে বিদায়ী সংবর্ধনা দিবে ভারতের উত্তর প্রদেশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভারতের কানপুরে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচ হবে বিদেশের মাটিতে সাকিবের শেষ লাল বলের ম্যাচ।
এ বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করেছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সাকিবের অবসরের ঘোষণার পরপরই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তব বিষয়টি নিশ্চিত করেন।
অরবিন্দ বলেন, আমরা তাকে ভালোভাবে বিদায় দেয়ার চেষ্টা করব। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সাকিবের মতো একজন বড় মাপের ক্রিকেটারকে সংবর্ধনা দেয়ার সুযোগ আমাদের জন্য সম্মানের বিষয়।
উল্লেখ্য, সাকিব একই দিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। যা কানপুর টেস্টের আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেছেন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।