Apan Desh | আপন দেশ

শৃঙ্খলাভঙ্গের দায়ে ২ ম্যাচে নিষিদ্ধ মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শৃঙ্খলাভঙ্গের দায়ে ২ ম্যাচে নিষিদ্ধ মার্টিনেজ

ফাইল ছবি

বিতর্ক যেন এমিলিয়ানো মার্টিনেজের নিত্য সঙ্গী। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজ আবারও আলোচনায় এলেন। আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি।

বিশ্বকাপ জয়ের পর অশালীন ভঙ্গিতে ধরে রেখেছিলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস ট্রফি। বেশ কয়েকবারই একই ভঙ্গিমায় ট্রফি নিয়ে উদযাপন করেন বিশ্বকাপজয়ী এ গোলরক্ষক।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে। যেখানে বলা হয়েছে, পর্যাপ্ত যুক্তি উপস্থাপনের পর্ব ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার ডিসিপ্লিনারি কমিটি নিচের সিদ্ধান্ত নিয়েছে:

এমিলিয়ানো মার্টিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন। একইসঙ্গে মার্তিনেজের এ শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টিনা। এ নিষেধাজ্ঞার ফলে ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ মিস করবেন ৩২ বছর বয়েসী এ গোলরক্ষক

সবশেষ ২০২৪ সালে কোপা আমেরিকা জেতার পরেও অশালীন ভঙ্গিতে করেছিলে ট্রফি জয়ের উদযাপন। এবারে অবশ্য পার পাওয়া হচ্ছে না। ট্রফি নিয়ে এমন উদযাপনের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ তাই মিস করবেন তিনি।

সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপরেই দেশের মাঠে প্রথমবার ২০২৪ সালে জেতা কোপা আমেরিকার ট্রফি নিয়ে উদযাপন করার সুযোগ পায় আলবিসেলেস্তেরা। তখনই ট্রফি হাতে অশালীন উদযাপন করেন এমি মার্তিনেজ।

এছাড়া কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেয়ার শাস্তিও পেয়েছেন এমি। ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীতে জানিয়েছিলেন, অ্যাস্টন ভিলায় খেলা এই গোলরক্ষক তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। সেসময় এমি মার্তিনেজ বেশ রাগান্বিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়