ছবি সংগৃহীত
কানপুর টেস্ট চলাকালে ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হন ‘টাইগার রবি’। এর ফলে তাকে হাসপাতালে যেতে পর্যন্ত হয়েছে। কিন্তু ভারতীয় প্রশাসন রবির এ দাবিকে উড়িয়ে দিয়ে জানায়, আঘাত করার মতো কোনো প্রমাণ তারা পায়নি। তবে এর কয়েকঘণ্টা পরই হাসপাতালের বিছানায় শুয়ে লাইভে আসেন রবি। সেখানে তিনি ভারতীয় প্রশাসনের দাবিকে উড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে বর্ণনা দিয়েছেন কিভাবে তাকে মারপিট করে ভারতীয় সমর্থকরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে হাসপাতালের বিছানায় শুয়ে লাইভে আসেন ‘টাইগার রবি’। সেখানে তিনি বলেন, প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন মিডিয়া ইতোমধ্যে আমার নামে মিথ্যা প্রচারণা করেছে। আমি কাল রাত থেকে ঘুমাইনি। মাঠে গিয়েছিলাম। দুই তলা থেকে আমি ৬ নম্বর গেটের পিচের নিচে আসি। তখন বৃষ্টি শুরু হয়েছিল। সেই সময় পিঠে দুই তিনটা ঘুষি মারে। বিশ্বাস না হলে ডেইলি ক্রিকেটের মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে দেখতে পারেন, উনি ছিলেন। পরে আমার কাছে (ভারতীয় ওই সমর্থক) ক্ষমা চায়।
এরপর হাসপাতালে থাকলেও বর্তমানে নিজেকে সুস্থ দাবি করে রবি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রবি জানান, আমাকে পেছন থেকে আঘাত করা হয়। পরে আমি অসুস্থ হয়ে পড়ি। এখন সুস্থ আছি। আপনাদের জন্য দোয়া করি। আমার জন্যও দোয়া করবেন।
এদিকে ওই লাইভের পর নিজের পেজে আরও একটি পোস্ট করেন ‘টাইগার রবি’। সেখানে তিনি লিখেন, আমার আল্লাহর কাছে সবকিছু ছেড়ে দিলাম। বিচারটাও আমার রবের হাতে ছেড়ে দিলাম। আমার আল্লাহ নিশ্চয়ই উপর থেকে দেখেছেন আজ আমার সঙ্গে কি ঘটেছিল।
তিনি আরও লিখেন, আমি আমার মৃত্যুশয্যায় অসুস্থ মায়ের কসম কেটে বলছি, আমি বিন্দু পরিমাণও মিথ্যার আশ্রয় নেইনি। আমাকে আঘাত করা হয়েছে, এটাই সত্য। এটাই আজ ঘটেছিল। দুনিয়া উল্টে গেলেও এই সত্যটাকে আমি অস্বীকার করতে পারব না। কারণ, আমি আমার মায়ের কসম কেটে আপনাদের থেকে যাওয়ার আগে সত্যটা বুক ফুলিয়ে বলে গেলাম।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।