Apan Desh | আপন দেশ

ক্লাব বিশ্বকাপের ফাইনাল ভেন্যু জানাল ফিফা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ক্লাব বিশ্বকাপের ফাইনাল ভেন্যু জানাল ফিফা

ফাইল ছবি

৩২টি দল নিয়ে আগামী বছরের ১৫ জুন শুরু হবে ক্লাব বিশ্বকাপ। শেষ হবে ১৩ জুলাই। যুক্তরাষ্ট্রের মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ক্লাব বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় এ আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ছাড়াও টুর্নামেন্টের অন্যান্য ভেন্যু হিসেবে থাকছে- মার্সিডিজ-বেঞ্চ স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, জিওডিস পার্ক, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, অডি ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম। একই সময়ে কনকাকাফ গোল্ড কাপও অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে ড্র অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। ৩২ টি দলের মধ্যে এখন পর্যন্ত ৩০ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

ক্লাব পর্যায়ের বিশ্বকাপ প্রথম চালু হয় ২০০০ সালে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এর আকার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। জানানো হয়, ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল। এর মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব অংশ নেবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।  
 
ইউরোপের দলগুলোর মধ্যে থাকছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো দল। দক্ষিণ আমেরিকা থেকে থাকছে আর্জেন্টিনার রিভার প্লেট, বোকা জুনিয়র্স, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গা। ২০২১ সাল থেকে ২০২৪ সাল এই সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ আসরে জায়গা নিশ্চিত হয়ে গেছে। 

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, এ নতুন ফিফা প্রতিযোগিতা বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে সত্যিকারের সংহতি উদাহরণ হয়ে থাকবে। যা আফ্রিকা, এশিয়া, মধ্য ও উত্তর আমেরিকা এবং ওশেনিয়ার সেরা ক্লাবগুলোকে নতুন বিশ্বকাপে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষে খেলার সুযোগ দিয়েছে। এটি বিশ্বব্যাপী ক্লাব ফুটবল এবং প্রতিভা বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রভাব ফেলবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়