ফাইল ছবি
ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতোকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ নিষেধাজ্ঞার কারণে এখন ছয়মাস কোনো দলের ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না তিনি। ২০২১ সাল থেকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ইতো।
ফিফা জানিয়েছে, ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বোগোতায় অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল–ক্যামেরুন ম্যাচে দুটি অভিযোগের ভিত্তিতে ইতোকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে ইতো ঠিক কী কী আচরণবিধি ভেঙেছেন, তা জানায়নি ফিফা। তবে ফিফার শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, অফিশিয়ালদের সঙ্গে ‘অসদাচরণ’ এবং ‘ন্যায্য খেলার মৌলিক নীতিগুলো লঙ্ঘন ও আক্রমণাত্মক ব্যবহারের’ কারণে ইতোকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
তিন মাসেরও কম সময় আগে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইতোর বিরুদ্ধে তদন্ত চালিয়ে তাকে জরিমানা করেছিল আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। ইতো ও তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে ক্যামেরুনে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। প্রমাণ হিসেবে চিঠিপত্র, হোয়াটসঅ্যাপ বার্তা, মেইল ও অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছিলো। তবে সিএএফ জানিয়েছিল, ফুটবল ম্যাচে গড়াপেটার পক্ষে এসব প্রমাণাদি যথেষ্ট নয়।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।