Apan Desh | আপন দেশ

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ২ অক্টোবর ২০২৪

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর

ফাইল ছবি

ফের পাকিস্তান দলের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম। এক বছরের মধ্যে দুইবার নেতৃত্ব থেকে সরে দাড়ালেন এ ক্রিকেটার। তিনি জানিয়েছেন ওয়ানডে ও টি-টুয়েন্টির নেতৃত্ব দিবেন না।

সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি লিখেছেন, ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে বাবরকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও বাবর নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এরপর টেস্টে শান মাসুদ ও টি-টুয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে পিসিবি। যদিও মাসুদ টেস্ট নেতৃত্ব চালিয়ে যাচ্ছেন।

বাবরের পদত্যাগে এপর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি পিসিবি। গত টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। হারে যুক্তরাষ্ট্রের কাছেও। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে দলটি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়