ছবি সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
শনিবার (৫ অক্টোবর) শারজাহ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান করে ইংল্যান্ড। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদেরে প্রথম ম্যাচে জয় পেয়েছে টাইগ্রেসরা।
ইংল্যান্ড ব্যাটাররা শুরুটা ভালো করলেও দলীয় ৪৮ রানে বাংলাদেশের হয়ে প্রথম ব্রেকথ্রু আনেন রাবেয়া খাতুন। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট পাওয়ার পাশাপাশি ইংল্যান্ডের মেয়েদের রানের দিক থেকেও চেপে ধরে নিগার সুলতানা জ্যোতি'রা। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয় ইংলিশ ব্যাটাররা।
ইংল্যান্ডের হয়ে ড্যানি ওয়েট ৪০ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন এবং রিতু মনি। একটি উইকেট পান রাবেয়া খাতুন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।