ছবি সংগৃহীত
হাঁটুর চোটে বিশ্বকাপ বাছাইয়ে দল থেকে ছিটকে গেলেন আলেহান্দ্রো গার্নাচো। ফলে দলের কৌশলে কিছু পরিবর্তন আসতে পারে। গার্নাচোর অনুপস্থিতি অবশ্যই দলের জন্য বড় ক্ষতি।
বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ যত ঘনিয়ে আসছে, দুঃসংবাদ বাড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘরে। চোটে পড়া খেলোয়াড়দের তালিকা লম্বা হয়ে দাঁড়িয়েছে চারে। নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা ও মার্কোস আকুনার পর চোট আক্রান্তের তালিকায় যুক্ত হলেন আলেহান্দ্রো গার্নাচো।
সোমবার (৭ অক্টোবর) গার্নাচোর বাম হাঁটুতে চোটের কথা জানায় আর্জেন্টিনা। গত রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টনভিলার বিপক্ষে পুরো ম্যাচ খেলেছিলেন গার্নাচো। সে ম্যাচেও হাঁটুর অস্বস্তি নিয়ে খেলেছিলেন আর্জেন্টাইন তারকা।
ইউনাইটেডের উইঙ্গারের পরিবর্তে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন ফাকুন্দো বোনানোত্তে। ব্রাইটন থেকে এ মৌসুমে ধারে লেস্টার সিটির হয়ে খেলা ১৯ বছর বয়সী বুনানোত্তি জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন দুটি ম্যাচ। এছাড়া আকুনার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে যুক্ত হয়েছেন হুলিও সোলের।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।