নিমা রিনজি শেরপা। ছবি: নিমার ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত
নেপালের ১৮ বছর বয়সী কিশোর নিমা রিনজি শেরপা ১৪টি সর্বোচ্চ পর্বত চূড়ায় উঠে সর্বকনিষ্ঠ পর্বতারোহীর বিশ্ব রেকর্ড ভেঙেছেন।
বুধবার (৯ অক্টোবর) স্থানীয় সময় ৬টা ৫ মিনিটে হিমালয়ের শিশাপাংমা পর্বতের চূড়ায় পা রাখেন।
নিমা বিশ্বের “আট-হাজারি” ১৪টি পর্বত শৃঙ্গের চূড়ায় আরোহণের গৌরব অর্জন করেন। ১৬ বছর বয়সে পর্বতারোহণ শুরু করে ৭৪০ দিনে তিনি এসব চূড়ায় উঠেছেন।
নিমা বলেন, এ শীর্ষে ওঠা আমার ব্যক্তিগত যাত্রার সমাপ্তি নয়, বরং শেরপাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। তিনি আরও যোগ করেন, পর্বতারোহণ আমাদের শক্তি ও আবেগের প্রমাণ।
কিশোর নিমা ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বিশ্বের অষ্টম-উচ্চ পর্বত নেপালের মানাস্লুর চূড়ায় ওঠেন। দশম শ্রেণির পরীক্ষা শেষ করেই তিনি ওই পর্বতে উঠতে শুরু করেন। প্রতিটি আরোহণ অভিযানে তার সঙ্গে ছিলেন পাসাং নুরবু শেরপা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।