ফাইল ছবি
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছে ভারত। বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ব্যাটিংয়ে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করেছে।
নিতিশ রেড্ডি সর্বোচ্চ ৭৪ রান করেছেন, এবং তার সঙ্গে রিংকু সিংয়ের রান করেছেন ৫৩। পাওয়ার প্লেতে বাংলাদেশের পেসাররা ভালো শুরু করে তিন উইকেট তুলে নেয়। তবে এরপর স্পিনাররা রান বিলিয়ে দেয়।
বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৫৫ রানে ৩ উইকেট নেন, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট পেয়েছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।