ফাইল ছবি
ভয়াবহ দুঃসময় পার করছেন সাকিব আল হাসান। একদিকে মাঠের ক্রিকেটে পারফর্ম করতে পারছেন না। অন্যদিকে রাজনৈতিক কারণে সমালোচিত হতে হচ্ছে তাকে। দেশে ফিরে সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এসবের মধ্যে স্বস্তির খবর পেলেন সাকিব। তাকে দলে টেনেছে আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। আইকন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজটি।
সাকিব এ লিগের সর্বশেষ আসরেও বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। পরে চোটের কারণে মাঠে নামা হয়নি তার। আসর শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যান এ অলরাউন্ডার। তবে আসন্ন আসরে সাকিবের ওপর আস্থা রাখছে দলটি।
সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ অলরাউন্ডার। তবে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার কথা রয়েছে তার।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।