Apan Desh | আপন দেশ

নেশন্স লিগে রাতে খেলবে ইতালি-বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ১০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৫৮, ১০ অক্টোবর ২০২৪

নেশন্স লিগে রাতে খেলবে ইতালি-বেলজিয়াম

ফাইল ছবি

নেশন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও বেলজিয়াম। ইউরোতে ব্যর্থ হলেও নেশন্স লিগে দারুণ ছন্দে স্পালেত্তির শিষ্যরা। এরইমধ্যে নেশন্স লিগে ২ ম্যাচে ২ জয় নিয়ে টেবিল টপার আজ্জুরিরা। ২ ম্যাচে এক জয় ও ১ পরাজয় নিয়ে টেবিলের ৩ নম্বরে বেলজিয়াম। সব ধরনের প্রতিযোগিতা মিলে হেড টু হেড লড়াইয়ে ৫ বারের দেখায় ৪ জয় ইতালির বিপরীতে এক জয় বেলজিয়ামের।

স্পালেত্তির দলে ডাক পেয়েছে ৫ নতুন মুখ। অভিষেকের অপেক্ষায় আছে পাওলো মালদিনির ছেলে ড্যানিয়েল মালদিনি। সঙ্গে আছে তরুণ রোমা মিডফিল্ডার নিকোলো পিসিলি। ম্যাচ ফিটনেস না থাকায় দলে নেই কিয়েসা। এসিএল ইনজুরিতে দলের বাইরে ছিটকে গেছেন জিয়ানলুকা স্কামাকা ও জর্জিও স্কালভিনি। ব্যাক পেইনের কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন স্ট্রাইকার মইজে কেইন।

দলে সুযোগ পেয়েছেন উদিনেজ স্ট্রাইকার লরেঞ্জো লুক্কা। দীর্ঘ ১ মাস পর দলে ফিরছেন নিকোলা বারেল্লা। মূল ৩ স্ট্রাইকারের অনুপস্থিতিতে স্পালেত্তির ৩-৫-২ ফর্মেশনে আক্রমন ভাগে রাসপাদোরির সঙ্গ দেবেন মাতেও রেতেগুই।

অন্যদিকে বেলজিয়াম দলে ডাক পেয়েছেন সিরি আ তে খেলা ৩ খেলোয়াড়। লুকাকুর অনুপস্থিতিতে ম্যাচের শুরুতে আক্রমণভাগ সামলাবেন লাইপজিগ স্ট্রাইকার ওপেনডা সে সঙ্গে সহযোগী হিসেবে থাকবেন আর্সেনাল স্ট্রাইকার লিওনার্দো ট্রসার্ড।

সর্বশেষ ইউরোতে কোয়ালিফাই করতে পারেনি ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়ন গ্রীস। তবে উয়েফা নেশন্স লিগে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে তারা। নেশন্স লিগের বি ক্যাটাগরির গ্রুপ বিতে শীর্ষে থেকেই রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচ।

দুই ম্যাচের দু’টিতেই জিতে ইংল্যান্ডের সঙ্গে সমান ৬ পয়েন্ট নিয়ে গোল গড়ে শীর্ষে আছে গ্রিস। তবে শীর্ষে ওঠার লড়াইয়ে এ ম্যাচে ফেভারিট ইংলিশরাই। দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন দলের মূল ভরসা জ্যাক গ্রিলিশ। যদিও মাঠের পারফরম্যান্সে গত মৌসুমে তেমন উজ্জ্বল ছিলেন না এ ইংলিশ তারকা।

নেশন্স লিগের আরেক ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়