Apan Desh | আপন দেশ

টেনিসকে বিদায় বললেন রাফায়েল নাদাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ১০ অক্টোবর ২০২৪

টেনিসকে বিদায় বললেন রাফায়েল নাদাল

ফাইল ছবি

টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল নাদাল অবসরের ঘোষণা দিয়েছেন। নভেম্বরে অনুষ্ঠিতব্য ডেভিস কাপ খেলে টেনিস কোর্টকে বিদায় জানাবেন এ কিংবদন্তি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক ভিডিওবার্তায় অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী নাদাল। নিজের সীমাবদ্ধতার কারণে খেলা ছাড়ছেন বলে সেখানে জানিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম বিজয়ী। 
 
ভিডিওবার্তায় নাদাল বলেন, পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিতে আমি হাজির হয়েছি। এটা বাস্তবতা যে এ বছরগুলো বেশ কঠিন ছিল। বিশেষ করে শেষ দুই বছর। আমি মনে করি না নিজের সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে আর খেলতে পারব।  
 
গত দুই মৌসুমে ইনজুরির কারণে বেশ ভুগতে হয়েছে নাদালকে। এ সময়ে খুব একটা কোর্টেও নামতে পারেননি তিনি। গত বছরের শেষদিকেই ইঙ্গিত দিয়েছিলেন, চলতি বছরের শেষদিকে অবসরের ডাক দিতে পারেন। অবশেষে সেটাই হলো। 
 
টেনিসের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যান্ড স্লামের দ্বিতীয় সর্বোচ্চ বিজয়ী হিসেবে অবসরে যাচ্ছেন নাদাল। পুরো ক্যারিয়ার জুড়ে ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন এ কিংবদন্তি। তার সামনে আছেন কেবল সার্বিয়ান মহাতারকা নোভাক জোকোভিচ। 
 
ফরাসি ওপেনে সর্বোচ্চ ১৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল। রোলা গাঁরো খ্যাত এই টুর্নামেন্টে ১১৬ ম্যাচের মধ্যে ১১২টিতে জয়ের রেকর্ড আছে তার। এছাড়া ইউএস ওপেনে চারবার, অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনে দুইবার করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন স্প্যানিশ মহাতারকা। 
 
অলিম্পিক গেমসে সিঙ্গেলস এবং ডাবলস উভয় বিভাগেই স্বর্ণ জিতেছেন নাদাল। ডেভিস কাপেও স্পেনকে পাঁচবার জিতিয়েছেন শিরোপা। ক্যারিয়ারে সবমিলিয়ে নাদালের শিরোপা ৯২টি। লম্বা সময় ছিলেন র‍্যাঙ্কিংয়েরও শীর্ষে। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়