Apan Desh | আপন দেশ

বাফুফে সভাপতির লড়াই: তাবিথ-মিজানুরের মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০, ১০ অক্টোবর ২০২৪

বাফুফে সভাপতির লড়াই: তাবিথ-মিজানুরের মনোনয়ন

ফাইল ছবি: তাবিথ-মিজানুর

আসন্ন বাফুফে নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিনে সভাপতি পদে দু'টি ও সদস্য পদে তিনটি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। 

এদিন সভাপতি পদে তাবিথ আউয়াল ও নতুন মুখ মিজানুর রহমান ফরম সংগ্রহ করেছেন। মিজানুর রহমান ফুটবলাঙ্গনে অনেকের কাছে অপরিচিত। তিনি দিনাজপুরে তৃণমূল ফুটবল নিয়ে কাজ করেন।

মিজানুর বলেন, ৫০ বছর ধরে ফুটবলের সঙ্গে জড়িত, অথচ ফুটবলের অবনতি হচ্ছে। তাই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বয়স ৬৭ হলেও তিনি চিন্তিত নন। তিনি বলেন বললেন, আমি চেয়ারে বসে সিদ্ধান্ত নেব, মাঠে দৌড়াব না।

অন্যদিকে, তাবিথ আউয়াল সভাপতি পদের জন্য বেশ ব্যস্ত, তবে তরফদার রুহুল আমিন স্ত্রীর অসুস্থতার কারণে সিঙ্গাপুরে থাকায় নিভৃতে। রুহুল আমিন একজন প্রতিষ্ঠিত সংগঠক, গত এক দশক ধরে ফুটবলে কাজ করছেন।

তবে, নির্বাচনে আসল লড়াই হতে পারে যদি তরফদার রুহুল আমিন সহ-সভাপতি পদে আসেন। তার অনুসারীরা তাবিথের সঙ্গে সমঝোতার দিকে যাচ্ছেন। 

এদিকে তাবিথের কিরণ-সালাউদ্দিনের ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, যা তার নির্বাচনের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে।

আগামী শনিবার মনোনয়ন সংগ্রহের শেষ দিন, সেদিনের কর্মকাণ্ড অনেক কিছু স্পষ্ট করতে পারে। নির্বাচনের পক্ষে অপেক্ষা করা হচ্ছে।

আজকের মনোনয়ন বিক্রি-

সভাপতি: তাবিথ আউয়াল, এ এফএম মিজানুর রহমান
সদস্য: মঞ্জুরুল করিম, শফিকুল আজম ভূইয়া, শরিফ উদ্দিন

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়