Apan Desh | আপন দেশ

পিসিবির নির্বাচক হলেন আলিম দার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ১১ অক্টোবর ২০২৪

পিসিবির নির্বাচক হলেন আলিম দার

ফাইল ছবি

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন বিখ্যাত আম্পায়ার আলিম দার। তার সঙ্গে নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার আকিব জাভেদ ও সাবেক অধিনায়ক আজহার আলিও।

শুক্রবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তাদের নিয়োগের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

১০ দিন আগে পাকিস্তানের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। এরপরই নির্বাচক প্যানেলকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগী হয় পিসিবি।

আগে থেকেই নির্বাচক প্যানেলে ছিলেন সাবেক ডানহাতি ব্যাটার আসাদ শফিক। পিসিবির নতুন পরিকল্পনায়ও নির্বাচক প্যানেলে থাকছেন তিনি।

পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি গঠিত হবে অধিনায়ক, হেড কোচ ও ভোটের অধিকার বিহীন পাঁচজন সদস্য। এ কমিটির ডাটা অ্যানালিস্টের দায়িত্ব পালন করবেন হাসান চিমা। অন্যান্য গুরু দায়িত্বে থাকবেন জাভেদ।

এদিকে আলিম দারকে নির্বাচক প্যানেলে দেখে অবাক হয়েছেন অনেকেই। কয়েকদিন আগে আম্পায়ারিং ক্যারিয়ার থেকে অবসর ঘোষণা দেয়া এ ক্রিকেটারের এখন বিশ্রাম থাকার কথা। সেখানে কিনা তিনি হয়েছেন ভাঙাচোরা পাকিস্তান দলের নির্বাচক। দলের কঠিন সময়ে এ দায়িত্ব সামলাতে পারবেন কিনা আলিম দার, সে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের ক্রিকেটভক্তরা।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়