Apan Desh | আপন দেশ

ভারতের রেকর্ড: বাংলাদেশে বিপক্ষে ২৯৭ রান!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ১২ অক্টোবর ২০২৪

ভারতের রেকর্ড: বাংলাদেশে বিপক্ষে ২৯৭ রান!

আপন দেশ

ভারত ক্রিকেট দলের একটি বিস্ফোরক ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান সংগ্রহ করেছে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি চমকপ্রদ রেকর্ড। 

ম্যাচের শুরুতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, তিনি বল করতে পেরে খুশি। কিন্তু ইনিংসের প্রথম দশ ওভারেই ভারত ১৫২ রান করে ফেলে ভারত। যা মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রানের রেকর্ড ভাঙার আলোচনার জন্ম দেয়।

ভারতের পাওয়ার প্লেতে তারা ১ উইকেটে ৮২ রান তোলে। সঞ্জু স্যামসন ২২ বলে ফিফটি পূর্ণ করেন, ইনিংসে ১১১ রানে আউট হন। এরপর সূর্যকুমার যাদবও ৭৫ রানে ফিরে যান। এর ফলে বিশ্ব রেকর্ড গড়া সম্ভব হয়নি, কিন্তু ভারতের ইনিংসটি ছিল দারুণ আকর্ষণীয়।

ভারতের ওপেনাররা ওভারপ্রতি ছক্কার বৃষ্টিতে রেকর্ড গড়েছেন। সঞ্জু স্যামসন রিশাদ হোসেনের ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এক ওভারে সর্বোচ্চ ৩০ রান করেন। যদিও হার্দিক পান্ডিয়া এবং রিয়ান পরাগও আড়াই শতাধিক স্ট্রাইকরেটে রান তোলার পরও বিশ্ব রেকর্ড গড়তে পারেনি ভারত।

এখন আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে আরও বেশি দেশ অংশগ্রহণ করছে। ফলে রেকর্ডগুলো আরও দুরূহ হয়ে যাচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়