Apan Desh | আপন দেশ

ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি স্থগিত হেলসের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ১৩ অক্টোবর ২০২৪

ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি স্থগিত হেলসের

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট অনুষ্ঠিত হতে আর মাত্র একদিন বাকি। এর আগে ক্রিকেটারদের সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়াতে ব্যস্ত সময় পার করছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। 

শুক্রবার (১১ অক্টোবর) ঢাকা ক্যাপিটালস ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলে নেয়ার ঘোষণা দিয়েছিল। তবে বিয়ের ব্যস্ততার কারণে তিনি ঢাকার সঙ্গে চুক্তি স্থগিত করেছেন।

রোববার (১৩ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে ঢাকা ক্যাপিটালস এ তথ্য নিশ্চিত করেছে। 

তাদের বিবৃতিতে বলা হয়, ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলে ভুক্ত করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তবে তিনি বর্তমানে বিয়ের সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের এ গুরুত্বপূর্ণ বিষয়টি সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা রইল।

ঢাকা ক্যাপিটালস ইতোমধ্যে বেশ কিছু ক্রিকেটারকে দলে নিয়েছে। দেশীয়দের মধ্যে মোস্তাফিজুর রহমান এবং তানজিদ হাসান তামিম রয়েছেন। এছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লস, থিসারা পেরেরা ও আমির হামজাকে দলে ভিড়িয়েছে শাকিব খানের নেতৃত্বাধীন এ দলটি।

আগামীকাল অনুষ্ঠিত হবে বিপিএলের ড্রাফট, যেখানে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং পাঁচ ক্যাটাগরিতে ৪৪০ জন বিদেশি ক্রিকেটার অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়