ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তার চাকরি ঝুলে ছিল। নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর থেকেই হাথুরুর বিকল্প কোচ খোঁজার কথা শোনা যাচ্ছিল।
পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ফলাফল ও ভারতের বিপক্ষে দুটি সিরিজে ভরাডুবির পর বিসিবি এবার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
হাথুরুসিংহে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশের হেড কোচ ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। তার সঙ্গে ৩৫ হাজার ডলারে চুক্তি হয়েছিল। যা ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ ছিল। তবে এ চুক্তির মেয়াদ পূর্ণ না করেই তাকে বরখাস্ত করা হলো।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।