ছবি: আপন দেশ
মিরপুরে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের সঙ্গে তার বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে ভক্তরা সাকিবের দলে অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ করছিলেন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভের সময় বিরোধীরা হামলা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করে।
সাকিবভক্তরা বলেন, সাকিব আল হাসান ১৭ বছর বাংলাদেশের জার্সি পরে খেলেছেন। বাংলাদেশকে বহু জয় এনে দিয়েছেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের জায়গায় নিয়ে গেছেন। আর তাই তাকেও সম্মানিত করা উচিৎ।
আরেক ভক্ত বলেন, সাকিবকে এখানে ম্যাচ খেলে অবসরে যাওয়ার সুযোগ দিতে হবে। পরবর্তীতে যেনো দেশের বাইরে যেতে পারেন সে সুযোগ দিতে হবে।
এসবের মাঝেই সাকিব আল হাসানবিরোধী একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এবং সেনা সদস্যরা দুই পক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।