Apan Desh | আপন দেশ

দাবার শিরোপা পুনরুদ্ধার করলেন তপন বিশ্বাস

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ২১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:১৭, ২১ অক্টোবর ২০২৪

দাবার শিরোপা পুনরুদ্ধার করলেন তপন বিশ্বাস

ছবি: আপন দেশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব -২০২৪-এর দাবা ইভেন্টে শিরোপা পুনরুদ্ধার করেছেন তপন বিশ্বাস। তিনি দৈনিক জনকন্ঠের প্রতিনিধিত্ব করছেন। এ ইভেন্টে ওয়ালটন হাই টেক ইন্ড্রাস্টিজ পিএলসির সহযোগিতা রয়েছে।

সোমবার (২১ অক্টোবর) তিনি ৫টি খেলায় পূর্ণ ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এক যুগ পর আবারও এ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে তপন বিশ্বাসের নামটি সোনায় লেখা হলো। পূর্বে চেস বিডিডট কমের মোরসালিন আহমেদ ১৮ বার এ ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ টেলিভিশন-বিটিভি’র মাহবুব আলম খান বাবু। তিনি ৫ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন আলোকিত বাংলাদেশের ডি এম আমিরুল ইসলাম অমর। তিনি ৫ খেলায় ৩.৫ পয়েন্ট সংগ্রহ করেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।

ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সংগঠনের অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন ও মো. শরীফুল ইসলাম ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

আগামীকাল সকাল ১০টায় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ ও নারী সদস্যদের শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়