Apan Desh | আপন দেশ

প্রোটিয়াদের জুটি ভেঙ্গে স্বস্তিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ২২ অক্টোবর ২০২৪

প্রোটিয়াদের জুটি ভেঙ্গে স্বস্তিতে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন দুর্দান্ত শুরু পায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সপ্তম উইকেটের জুটি গলার কাঁটা হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার উইয়ান মুল্ডার ও কাইল ভেরেইনের ব্যাটে গড়ে বড় জুটি। 

দুজনের পার্টনারশিপ গড়েছিল নতুন রেকর্ডও। তবে ইনিংসের দৃশ্যপট কিছুটা বদলেছে ৬৫তম ওভারের শেষ দুই বলে। মুল্ডারকে স্লিপে সাদমানের ক্যাচ বানিয়ে ১১৯ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। পরের বলেই হাসান ফিরিয়েছেন কেশব মহারাজকে। অবশ্য মুল্ডার ততক্ষণে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার লিডও ততক্ষণে পেরিয়েছে ১০০। 

নিজের পরের ওভারের প্রথম বলে হ্যাট্ট্রিকের সম্ভাবনা ছিল হাসান মাহমুদের। দেখেশুনে সে বলটা ঠেকিয়েছেন আরেক সেট ব্যাটার ভেরেইনে। হ্যাটট্রিক না হলেও অন্তত খানিক স্বস্তি দলকে ঠিকই দিয়েছেন হাসান। 

এর আগে সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশকে মিরপুর টেস্টে টিকিয়ে রাখার মিশনে সফল ছিলেন তাইজুল ইসলাম। একাই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় দিনেও শুরু থেকেই তার ওপর ভরসা রাখছিলেন টাইগার অধিনায়ক শান্ত। কিন্তু প্রথম ঘণ্টায় তাইজুলের মতো সফল হতে পারেননি বাংলাদেশের কোনো বোলারই। লিডটাও সেই সুবাদে বেশ বড় করেছে দক্ষিণ আফ্রিকা। 

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়