Apan Desh | আপন দেশ

বাংলাদেশ সিরিজে নতুন মুখ নিয়ে দল ঘোষণা আফগানিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ২৪ অক্টোবর ২০২৪

বাংলাদেশ সিরিজে নতুন মুখ নিয়ে দল ঘোষণা আফগানিস্তানের

আফগানিস্তান দলের ক্রিকেটাররা। ছবি : এসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। আগামী নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ১৯ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে। যা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে। দলের নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শহীদি।

এ সিরিজে তিনজন নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন টপঅর্ডার ব্যাটার সেদিকুল্লাহ আতাল ও দারওয়াশ রাসুলি ও পেসার বিলাল সামি। যদিও আতাল ও রাসুলি টি-টোয়েন্টিতে খেলেছেন। কিন্তু সামি এখনও আন্তর্জাতিক ম্যাচে অভিজ্ঞতা অর্জন করেননি।

আতালকে ভবিষ্যত তারকা হিসেবে আখ্যায়িত এসিবির প্রধান নির্বাচক আহমেদ শাহ সুলিমানখিল। এসিবির দেয়া বিবৃতিতে সুলিমানখিল বলেন, আতাল প্রতিভাবান একজন। তার যোগ্যতা ও প্রতিভাবান টপঅর্ডার ব্যাটার হিসেবে দলে নেয়া হয়েছে। ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে সে আমাদের সবাইকে মুগ্ধ করেছে।

ওয়ানডে দলে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার নূর আহমেদকে। গত মার্চে শারজায় অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ছিলেন না তিনি। এছাড়া, গোড়ালির অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে দলে ফিরেছেন ওপেনার নাভিদ জাদরান।

বাংলাদেশের বিপক্ষে শারজায় আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান।

আফগানিস্তান দল

হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আবদুল মালিক, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ আতাল, দরবেশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গাজানফর, নূর আহমেদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমদ মালিক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়