এএফসি দল। ছবি: সংগৃহীত
এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ম্যাকাওকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল হ্যাটট্রিকসহ করেছেন ৪ গোল।
শুক্রবার (২৫ অক্টোবর) নমপেনের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ গোলের খাতা খোলে ম্যাচের ৪০ মিনিটের সময়। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১-০ গোলে।
দ্বিতীয়ার্ধে ম্যাকাওয়ের রক্ষণে ঝড় তুলে আর ৬ গোল আদায় করে নেয় বাংলাদেশের কিশোররা। শেষ ২০ মিনিটে বাংলাদেশ করেছে ৪ গোল। ৬৬ মিনিটে স্কোরলাইন ২-০ করেন মোহাম্মদ মানিক। ৭১ মিনিটে রিফাত কাজী করেন তৃতীয় গোলটি।
৭৪ মিনিটে মানিকের গোলে স্কোরলাইন হয় ৪-০। ৭৫ মিনিটে ফয়সাল নিজের দ্বিতীয় গোল আদায় করে নেয়। ৮১ মিনিটে তার হ্যাটট্রিকে ৬-০ গোলের লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ৮৩ মিনিটে ফয়সাল নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করে।
বাছাইপর্বে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের ম্যাকাওয়ের পাশাপাশি বাংলাদেশের প্রতিপক্ষ কম্বোডিয়া, ফিলিপাইন ও আফগানিস্তান। প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। ২৭ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোররা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।