বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন -ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৫তম বোর্ড সভায় নাজমুল হাসান পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর পাপন হারিয়েছেন সভাপতির পদও। আর দূর্জয়-সুজনের পর পদত্যাগ করেছেন এনায়েত হুসেইন সিরাজ। বর্তমান গঠনতন্ত্র সংশোধনের জন্য নাজমূল আবেদীন ফাহিমকে আহবায়ক করে গঠন করা হয়েছে কমিটি। চূড়ান্ত হয়েছে বিপিএলের ১১তম আসরের দিনক্ষণ।
পাপন পরবর্তী অধ্যায়ে বিসিবির কাছে সবচেয়ে বড় দাবিটা ছিলো গঠনতন্ত্র সংশোধন। চাপ ছিলো ক্রীড়া পরিষদের পক্ষ থেকেও। ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর, এবার সে সংশোধনের কাজ শুরু করল বর্তমান বোর্ড।
বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয় নতুন সভাপতির অধীনে পঞ্চম বোর্ড সভা। সে সভায় গঠনতন্ত্র সংশোধনের জন্য নাজমূল আবেদীন ফাহিমকে আহবায়ক রেখে সংশোধন কমিটি ঘোষণা করা হয়।
এদিকে, টানা ৩ সভায় অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয় ভাবেই বাতিল হবার কথা পরিচালক পদ। তবে এতদিন তা আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। অবশেষে আনুষ্ঠানিকভাবে পরিচালক পদ হারালেন নিখোঁজ থাকা সদস্যরা। সভাপতি পদ হারানোর পর, এবার পরিচালক পদ থেকেও বাতিলের খাতায় নাজমুল হাসান পাপন।
পাপন ছাড়া পরিচালক পদ হারিয়েছেন আরও ১০ জন। মঞ্জুর কাদের, আ জ ম নাসির, শেখ সোহেল, আনোয়ারুল ইসলাম, শফিউল আলম, ইসমাইল হায়দার, তানভীর টিটু, ওবায়েদ নিজাম, গাজী গোলাম মোর্ত্তজা আর নাজিব আহমেদ। এছাড়া সুজন-দূর্জয়ের পর তৃতীয় পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন এনায়েত হুসেইন সিরাজ।
কয়েকদিন আগে বরিশাল বিভাগের পরিচালক আলমগীর আলো মৃত্যুবরণ করার পর থেকে নির্ধারিত ২৫ পরিচালক থেকে একজন কম নিয়ে কাজ করে আসছে বিসিবি। তিন জনের পদত্যাগ ও ১১ জনের পরিচালক পদ বাতিল করায়, বর্তমানে সক্রিয় পরিচালকের সংখ্যা দাঁড়ালো ১০-এ।
১১তম বিপিএলের সূচি ঠিক হয়েছে এই সভায়। ৩০ ডিসেম্বর পর্দা উঠবে নতুন আসরের। ৩৯ দিনের মাঠের লড়াই শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। এবারের আসরে অনলাইনে টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত এসেছে আধুনিক জিম তৈরীর। ক্রিকেটারদের আরও উন্নত প্রশিক্ষণের জন্য, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের তিন টেস্ট ভেন্যুতে উন্নত সব সুযোগ-সুবিধা সম্মিলিত তিনটি জিম তৈরি করবে বিসিবি।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।