ডানহাতি পেসার এবাদত হোসেন। ফাইল ছবি
আফগানিস্তান সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন ডানহাতি পেসার এবাদত হোসেন। গত জুনের পর আর মাঠে ফেরা হয়নি তার। ১৪ মাস পরে সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ দিয়ে মাঠে ফেরার প্রস্তুত নিচ্ছেন তিনি।
সব ঠিক থাকলে আগামী ৯ নভেম্বর খুলনা বিভাগের বিপক্ষে চার দিনের ম্যাচে খেলবেন তিনি। বিসিবির প্রধান ফিজিও দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছে, জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড থেকে এবাদত মাঠে ফিরতে পারেন। এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি কেমন করে এটা আগে দেখতে চান তারা।
দেবাশীষ বলেন, এবাদতকে আগে ছন্দে ফিরতে হবে। সেটার একমাত্র উপায়ই ম্যাচ খেলা। এ মুহূর্তে সে ম্যাচে কেমন করে সেটাই আমরা দেখতে মুখিয়ে আছি। যদি কোন অসুবিধা হয়, তাহলে বিপিএলের আগে মাঠে ফিরতে তাকে আরও কিছু পক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এবাদত হোসেন হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েন। যেটাকে এসিএল ইনজুরি বলা হয়। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে যেমন সময় লাগে তেমনি ছন্দে ফিরতেও লাগে সময়। এবাদত আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।