তাসকিন ও হৃদয়
টি টোয়েন্টির নেতৃত্বের দৌড়ে এগিয়ে মেহেদি মিরাজ । দায়িত্ব নিতে প্রস্তুত তাসকিন ও হৃদয়। তবে বোর্ডের সিদ্ধান্ত যাই আসুক মেনে নিতে রাজি দু’জনই। আফগানিস্তান সিরিজে দলের লক্ষ্য নিয়ে দু’জন ভিন্ন কথা বলেছেন। তাসকিন বিজয়ে আশাবাদী হলেও, লক্ষ্যহীন তাওহীদ হৃদয়। শনিবার প্রথম বহরে ৯ ক্রিকেটার শারজাহর উদ্দেশে ঢাকা ছেড়েছে। বাকিরা যাবেন আজ রোববার (৩ নভেম্বর)।
মিরপুরের হোম অব ক্রিকেট থেকে মাত্র ৩ ক্রিকেটার একসঙ্গে বিমানবন্দরের। তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে ফরম্যাট খেলার অপেক্ষায় টিম বাংলাদেশ। ভারত সফর ও হোম সিরিজের ব্যর্থতার খেসারত হিসেবে এবার মরুর দেশে সাফল্যের খোঁজে টাইগাররা।
প্রতিবার দ্বিপাক্ষিক সিরিজ কিংবা টুর্ণামেন্টের আগে বড় লক্ষ্যের কথা বলে ক্রিকেটাররা। তবে এবার ব্যতিক্রম। আফগানদের বিপক্ষে দলের লক্ষ্য কি জানেনই না তাওহীদ হৃদয়।
বাংলাদেশের এ ক্রিকেটার বলেন, আমাদের মিনিমাম টার্গেট কি এটা আমি নিজেও জানি না। ওখানে গিয়ে তারপর দেখব। টার্গেট সেট করি না, যেটা আগেও বলেছি ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার চেষ্টা করি।
তবে বিমানবন্দরে ভিন্ন কথা আরেক ক্রিকেটারের। আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন মনে করলেও সিরিজ জিততে আশাবাদী তাসকিন আহমেদ।
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ বলেন, দুবাইতে তারা চ্যালেঞ্জিং। ইনশাআল্লাহ ভালো খেলা হবে আমরা জিতব ইনশাআল্লাহ।
আফগানিস্তান সিরিজের আগেও ঘুরেফিরে এসেছে অধিনায়কত্ব ইস্যু। বিসিবি সভাপতি জানিয়েছিলেন টি টোয়েন্টির নেতৃত্বের দৌড়ে এগিয়ে মেহেদি হাসান মিরাজ। তবে ঢাকা ছাড়ার আগে নিজেরাও যে দায়িত্ব নিতে প্রস্তুত জানালেন তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদ। যদিও সবকিছু নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর।
তাসকিন আহমেদ বলেন, এগুলো পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চায় তবে কেন নয়? কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত। ওখানে যারা আছেন দায়িত্বে তারা ভালো বুঝবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তার হাতেই দেয়া হোক। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, শরিফুলরা আছেন এ তালিকায়। রোববার মুশফিকুর রহিম, নাহিদ রানাদের নিয়ে শারজাহর উদ্দেশে উড়াল দিবেন হেড কোচ ফিল সিমন্স। শনিবার প্রথমভাগে ১৪ জন ঢাকা ছেড়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।