ছবি: সংগৃহীত
২৪ বছর পর নিজেদের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত। হ্যান্সি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকার কাছে ২০০০ সালে সর্বশেষ ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই হয়েছিল শচীন টেন্ডুলকারের ভারত।
এরপর নিজের ঘরে হোয়াইটওয়াশ তো দূরের কথা, পরবর্তী দুই দশকেই কেবল একটি টেস্ট সিরিজ হারে। সে হারের পর এক যুগ ও ১৮ সিরিজ অপরাজেয় ছিল রোহিত–কোহলিরা। সে বৃত্ত তো ভেঙেছে–ই ২৪ বছর হোয়াইটওয়াশ না হওয়ার কীর্তিও তছনছ করে দিয়েছে নিউজিল্যান্ড।
মুম্বাই টেস্টে ভারতকে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। ছোট লক্ষ্যে মাঠে নেমেও জিততে পারলো না ভারত। আরও একবার ব্যর্থ হলো ভারতীয় ব্যাটাররা। তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে ২৫ রানে হেরে ৩–০ ব্যবধানে ধবলধোলাই হলো স্বাগতিকরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।