ব্রাজিলের তারকা নেইমার
হতাশায় ড্রেসিংরুমে নিজের বুট ছুঁড়ে মারলেন ব্রাজিলের তারকা নেইমার। একেই বলে কপাল মন্দ। ফের ইনজুরিতে পড়েছেন। মাঠের বাইরে ছিলেন দীর্ঘ এক বছর।
এসিএল ইনজুরি কাটিয়ে নেইমার মাত্র এক ম্যাচ খেলেতে পেরেছিলেন। আল হিলালের হয়ে বদলি হিসেবেকুড়ি মিনিটের মতো খেলতে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন নেইমার ভক্তরা। মাঠেই সেদিন আবেগি হয়ে পড়েন নেইমারের বান্ধবীসহ পরিবারের সদস্যরা। সোমবার (৪ নভেম্বর) নেইমার খেললেন দ্বিতীয় ম্যাচ। এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ইস্তিগলালের বিপক্ষে। তবে শেষ করা হলোনা ম্যাচটি। মাত্র ৫৮ মিনিটে বদলি হয়ে নেমে ২৯ মিনিট পর ছাড়তে হয় মাঠ।
ডান পায়ে টান লেগেছিল, মাঠেই বসে পড়েছিলেন নেইমার। বেশ খারাপ দেখে তাকে তুলে নেন কোচ। এভাবে ইনজুরিতে পরে হতাশায় ড্রেসিংরুমে নিজের বুট ছুঁড়ে মারেন ব্রাজিলের এ তারকা।
৩-০ গোলে ম্যাচটা অবশ্য জিতেছে আল হিলাল।মিত্রোভিচ হ্যাটট্রিক করেছেন। ৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেও তারা।
নিজের চোট নিয়ে খেলা শেষে নেইমার জানালেন, মনে হচ্ছিল ক্র্যাম্প হয়েছে তবে শক্ত আছি। পরীক্ষা করতে হবে এখন, আশা করছি তেমন কিছু হয়নি। এক বছর পর মাঠে ফেরা কোনো খেলোয়াড়ের জন্য এটা স্বাভাবিক। ডাক্তাররা আমাকে সতর্ক করেছেন, এজন্য আমিও সাবধানে আছি। আশা করছি আরও বেশি মিনিট খেলার।
লম্বা সময় বাইরে থাকায় ব্রাজিলিয়ান কোচ দোরিভাল জাতীয় দলে ডাকেননি নেইমারকে। এ তারকাটিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাননি তিনি। সেটা কেন, আবারও ইনজুরিতে পরে বোঝালেন নেইমারই।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।