Apan Desh | আপন দেশ

এবাদত মাঠে, ভক্তদের মুখে হাসি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৪, ৯ নভেম্বর ২০২৪

এবাদত মাঠে, ভক্তদের মুখে হাসি

ফাইল ছবি

অবশেষে, অপেক্র শেষে মাঠে দেখা যাচ্ছে এবাদত হোসেনকে। প্রায় ১৬ মাস দুটি বিশ্বকাপ যেতে দেখেছেন। সতীর্থদের খেলতে দেখেছেন অনেক অনেক ম্যাচ। কিন্তু এবাদতকে এ সময় চলতে হয়েছে ক্র্যাচে ভর করে বা অন্যের নির্ভরতায়।
লিগামেন্টের চোটে পড়ার পর তার অস্ত্রোপচার হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে গত বছরের জুলাইয়ে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচ চলাকালীনই চোট পান ডানহাতি এ পেসার। তার ভক্তদের মনেও ছিল কষ্ট। আজ খেলতে নেমেছেন দেখে হাসি ফুটেছে ভক্তদের মুখে। 

১৬ মাস পর শনিবার (৮ নভেম্বর) জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন এবাদত। কক্সবাজারের একাডেমি মাঠে খুলনার বিপক্ষে সিলেট বিভাগের হয়ে খেলছেন তিনি। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে সিলেট। শুক্রবার (৭ নভেম্বর) নিজের মাঠে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন এবাদত হোসেন।  

আরও পড়ুন<<>> এমবাপ্পে ফর্মহীনতায় ভুগছেন

তিনি লিখেছেন, ১৬ মাস পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার ক্রিকেটে যাত্রা শুরু করছি। আমি আমার পরিবার-বন্ধু এবং যারা আমাকে যাত্রায় সাহায্য করেছেন। আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে, বিসিবির ফিজিও/কোচ ও বিসিবি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন সবাই।

বাংলাদেশের হয়ে ২০টি টেস্ট খেলে ৪২ উইকেট নিয়েছেন প্রেসার এবাদত। ১২ ওয়ানডেতে তার শিকার ২২ উইকেট। এছাড়া ৪ টি-টোয়েন্টিতে আছে ৭ উইকেট। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়