Apan Desh | আপন দেশ

সাফজয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:০৭, ৯ নভেম্বর ২০২৪

সাফজয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

সাফ জয়ী নারী ফুটবল দল -ফাইল ছবি

বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৯ নভেম্বর) নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।

টাকার অঙ্কটা জানান নারী দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। গণমাধ্যমে তিনি বলেন, সাফ জয়ী মেয়েরা যে সুনাম বয়ে এনেছে, দুই বার চ্যাম্পিয়ন হয়েছে। এ জন্য আমাদের নতুন কমিটি তাদের দেড় কোটি টাকা দেবে। এটা আজ সিদ্ধান্ত হয়েছে।

গত ৭ নভেম্বর তাবিথ আউয়াল বাফুফে ভবনে নারী দলকে অর্থ পুরস্কার দেবেন বলে জানান। ওই সময় নারী দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন বোর্ড সভাপতি।

সাফের ফাইনালে নেপালকে হারানোর পরের দিন বিসিবি নারী দলকে ২০ লাখ টাকা দেয়ার কথা জানায়। এরপর এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নারী দল বাফুফে ভবনে পৌঁছালে ওই ঘোষণা দিয়ে সাবিনার হাতে ডামি চেক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।

গত ৩০ অক্টোবর দশরথ রঙ্গশালার ফাইনালে স্বাগতিক নেপালের হাজার হাজার দর্শককে স্তব্ধ করে ২-১ গোলে জিতে বাংলাদেশ। ৫২ মিনিটে মনিকা চাকমার গোলের মিনিট দুয়েকের মধ্যেই নেপাল সমতায় ফিরে। ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়