অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ ইন্ডিয়া ‘এ’ দল। ছবি: সংগৃহীত
টেস্টে প্রথম বারের মতো দেশের মাটিতে হোয়াইটওয়াশ ভারত। এতে সমালোচনা একটু দীর্ঘস্থায়ী হবে, এটাই স্বাভাবিক। রোহিত শর্মা বাহিনীকে নিয়েও সমালোচনা চলছে। এ রেশের মধ্যেই অস্ট্রেলিয়ায় ধবলধোলাই হয়েছে ইন্ডিয়া ‘এ’ দল।
চারদিনের আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারের পর শনিবার (৯ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরেছে রুতুরাজ গাইকওয়াদের নেতৃত্বাধীন দল। যদিও এ ম্যাচ দুটোয় ভারতের প্রথম সারির অনেক ক্রিকেটারই নেই। টেস্টের সিনিয়দের মধ্যে আছেন কেবল লোকেশ রাহুল।
মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলকে ১৬৮ রানের টার্গেট দিয়েছিল ভারত। স্যাম কোন্টাসের ৭৩, বেয়াও ওয়েবস্টারের ৪৬, নাথান ম্যাকসুইনির ২৫ ও অলিভার ডেভিসের ২১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে জয় পায় স্বাগতিক দল। প্রথম ইনিংসে ভারত ১৬১ রান করার পর অস্ট্রেলিয়া করে ২২৩ রান। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ‘এ’ দল ২২৯ রান করলে ১৬৯ রান করে জিতে স্বাগতিকরা।
দুই ম্যাচের এ সিরিজে ধ্রুব জুরেল, সাই সুদর্শন, দেবদূত পাডিকাল, মুকেশ কুমার ও প্রসিধ কৃষ্ণা বাদে বাকি ভারতীয়দের পারফরম্যান্স খুবই সাদামাটা। সুদর্শন, পাডিকাল ও জুরেল করেছেন যথাক্রমে ১৫১, ১৪৮ ও ১২৭ রান করে। মুকেশ কুমার ১১ ও কৃষ্ণা নিয়েছেন ১০ উইকেট।
ইন্ডিয়া ‘এ’ দলের বহরের সঙ্গে যোগ দিতে ১০ নভেম্বর দেশ ছাড়বেন ভারতের ক্রিকেটাররা। ২২ নভেম্বর পার্থে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফি। ওই সিরিজের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।