হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন লিওনেল মেসি
মেজর সকারে এমএলএস কাপের প্লে-অফ উৎরাতে জয়ের বিকল্প ছিল না উভয় দলের সামনেই। এমন সমীকরণ সামনে রেখে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। দলের প্রত্যাশা অনুযায়ী গোলও করেছিলেন আগের দুই ম্যাচে গোলবঞ্চিত থাকা লিওনল মেসি। কিন্তু তাদের আশা পুরণ হলো না। শেষ অবধি নিজেদের মাঠে এমএলএস কাপের প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে।
রোববার (১০ নভেম্বর) চেজ স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিল আটলান্টা। এর মধ্য দিয়ে ক্লাব ফুটবলে মেসির মৌসুমও শেষ হয়ে গেল। ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু ১৯ থেকে ২১ মিনিটের মধ্যে জোড়া গোল করে বসেন আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে। শুরু হয় মায়ামির ফেরার লড়াই।
ম্যাচের ২৭ মিনিটে আটলান্টার জালে বল জড়িয়েছিলেন মায়ামির প্যারাগুইয়ান মিডফিল্ডার দিয়েগো গোমেজ। কিন্তু ভিএআর যাচাইয়ের অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। মায়ামি কোচ জেরার্ড মার্তিনো দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। ফলাফল আসতে সময় নেয় ২০ মিনিট। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো ভাইগান্টের দুর্দান্ত ক্রসে লাফিয়ে উঠে বলে মাথা ছুঁয়ে গোল করেন মেসি।
কিন্তু সেই লিড টিকলো ১০ মিনিটেরও কম। ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোলটা মায়ামিকে একেবারেই স্তব্ধ করে দেয়। পরবর্তীতে নায়ক ছিলেন একজনই। আটলান্টা গোলরক্ষক ব্র্যাড গুজান একের পর এক সেইভ করে হতাশ করেন ইন্টার মায়ামিকে।
ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মায়ামির রাজ্য (ফ্লোরিডা) প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে। অন্য সেমিফাইনালে নিউইয়র্ক ডার্বির দেখা পাবেন ফুটবল ভক্তরা। নিউইয়র্ক রেডবুলের প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি।
একইসঙ্গে নিশ্চিত হয়েছে ওয়েস্টার্ন কনফারেন্সের দুই সেমিফাইনাল। সেখানে লস অ্যাঞ্জেলস এফসি খেলবে সিয়াটলের বিপক্ষে। আর এলএ গ্যালাক্সি খেলবে মিনেসোটার বিপক্ষে। দুই কনফারেন্সের বিজয়ী দল মুখোমুখি হবে এমএলএস কাপের ফাইনালে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।