Apan Desh | আপন দেশ

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:২৪, ১০ নভেম্বর ২০২৪

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নামকরণ করা হয়েছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। রোববার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ক্রিকেট তারকা তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। 

এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এদিন সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বগুড়া পৌছান তামিম এবং আশরাফুল। 

জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও খেলবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। ২০টি দল নিয়ে শুরু হয়েছে প্রথম পর্ব। খেলা হবে দেশের ১০টি ভেন্যুতে । বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়