পেসার নাহিদ রানা। ফাইল ছবি
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে শারজাহ'তে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে তৃতীয় ওয়ানডেতে নেই টাইগার অধিনায়ক শান্ত। তার জায়গায় দলে নেয়া হয়েছে পেসার নাহিদ রানাকে। ওয়ানডেতে অভিষেক হচ্ছে ডানহাতি এ পেসারের। আর বাংলাদেশকে তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম ওয়ানডেতে ৬৮ রানে জয় পেয়েছিল আফগানিস্তান। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৯২ রানে তুলে নেয় টাইগাররা।
এদিকে বাংলাদেশের হয়ে ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আর এ ম্যাচেই অধিনায়কের দায়িত্বে টাইগার এ অলরাউন্ডার।
দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েছিলেন শান্ত। যার কারণে সোমবার (১১ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। আর বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে পেসার নাহিদ রানার।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফার, ফজল হক ফারুকী।
এমবি/আপন দেশ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।