Apan Desh | আপন দেশ

সিরিজ হেরে র‍্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:১৩, ১২ নভেম্বর ২০২৪

সিরিজ হেরে র‍্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ 

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে শান্ত-মিরাজরা। এবার আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়েও নবী-রশিদদের পিছনে চলে গেল টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটির হালনাগাদ র‌্যাংকিংয়ে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। 

সিরিজ জিতে লাল সবুজ জার্সীধারীদের টপকে এক ধাপ উপরে চলে গেছে আফগানরা। ৯ থেকে তারা উঠে এসেছে ৮ নম্বরে। অপরদিকে বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯ নম্বরে। অথচ ২০২২ সালে বাংলাদেশে আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে।

শারজায় ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ, দুই ম্যাচ হেরে তারা হারিয়েছে এক পয়েন্ট। ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই জয়ে পেয়েছে এক পয়েন্ট। বাংলাদেশের পরের সিরিজ র‌্যাংকিংয়ের দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আফগানদের পরের সিরিজ ১৩ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান চারে। ১০১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। ৯৬ ও ৯২ রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে ছয় ও সাতে আছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। 

অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়