Apan Desh | আপন দেশ

প্যারাগুয়ে ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ১৩ নভেম্বর ২০২৪

প্যারাগুয়ে ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা 

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে এবার প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় লিওনেল স্কালোনির দলকে আতিথ্য দেবে তারা। তার ঠিক কয়েক ঘন্টা আগে দুঃসংবাদ পেল আলবিসেলেস্তেরা। দলটির গুরুত্বপূর্ণ ডিফেন্ডার হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। কিন্তু মাঠে নামার আগেই ছিটকে গেলেন তিনি।

চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচও খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

 মঙ্গলবার (১২ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে লিসান্দ্রোর ছিটকে পড়ার কথা। তারা এক বিবৃতিতে জানায়, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্দ্রো। যদিও তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল কেউই জানায়নি। লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা।

এই বছরে আর্জেন্টিনা খেলা ১৪ ম্যাচের ১০টিতেই মাঠে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ২০১৯ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২৬ ম্যাচ।

এদিকে মেদিনা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কেবল তিনটি ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি শুরুর একাদশে ছিলেন শুধু সবশেষ ম্যাচে গত বছরের জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে। ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একাদশে বা বদলি হিসেবে নামলে সেটি হবে আর্জেন্টিনার হয়ে চলতি বছরের প্রথম ম্যাচ।

আগামী শুক্রবার ভোরে প্যারাগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়