ছবি : সংগৃহীত
নানা কারণে খেলা বন্ধ হয়ে থাকে। যেমন বৃষ্টি, আলোক স্বল্পতা, অতিরিক্ত কুয়াশা কিম্বা মাঠে বিষাক্ত কোনো প্রাণী ঢুকে পড়লেও বন্ধ করা হয় খেলা। এবারই প্রথম পিঁপড়ার আক্রমণে খেলা বন্ধ করা হয়। সেঞ্চুরিয়নে রান উৎসবই করেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। ভারতের ২১৯ রানের জবাবে প্রোটিয়ারা করে ২০৮। এমন উপভোগ্য টি-টোয়েন্টিতে বাগড়া দিয়েছিল পিঁপড়ে! উড়ন্ত পিঁপড়ের তাণ্ডবে ম্যাচ বন্ধও ছিল প্রায় ১৮ মিনিট।
ভারতের ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামার পর প্রথম ওভার শেষেই মাঠ ছেয়ে যায় হাজার হাজার উড়ন্ত পিঁপড়েতে। বাধ্য হয়ে খেলা বন্ধ করেন আম্পায়াররা। পিঁপড়া চলে গেলে শুরু হয় খেলা। তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নেয় ভারত।
দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জিতেছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় প্রোটিয়ারা। এরপর দুই দল গতকাল মাঠে নেমেছিল তৃতীয় ম্যাচে।
স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে গতকাল বড় সংগ্রহ গড়ে ভারত। ওপেনার সাঞ্জু স্যামসন ০ রানে ফিরলেও আরেক ওপেনার অভিষেক শর্মা খেলেছেন ২৫ বলে ৫০ রানের ঝড়ো এক ইনিংস।
অভিষেক ৫০ রান করে আউট হলেও বিধ্বংসী ইনিংস খেলেছেন তিলক বার্মা, তিনি করেন ৫৭ বলে ১০৭ রান। তিলকের শতকে ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রানের সংগ্রহ পায় ভারত। একই সঙ্গে বিশ্ব রেকর্ডও গড়েছে সফরকারীরা।
টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার রেকর্ডটি আগে ছিল ভারত এবং জাপান জাতীয় ক্রিকেট দল আর ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের। তবে গতকাল ২০০ রান পেরিয়ে এ রেকর্ড শুধু নিজেদের করে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। চলতি বছর মোট ৮ বার দলীয় সংগ্রহ ২০০পেরিয়েছে ভারতের।
এদিকে ভারতের বিশ্ব রেকর্ডের পর বড় লক্ষ্য তাড়া করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারের খেলা চলে বেশ ভালোভাবেই। আর্শদীপ সিংয়ের করা সেই ওভারে ৭ রান নিতে সক্ষম হন দুই ওপেনার রায়ান রিকেলটন ও রেজা হ্যানড্রিকস। তবে দ্বিতীয় ওভারের খেলা শুরুর আগেই বাঁধে বিপত্তি।
দ্বিতীয় ওভারে বোলিং করতে আসছিলেন হার্দিক পান্ডিয়া। তবে এর আগেই মাঠে একের পর এক ধেয়ে আসে উড়ন্ত পিঁপড়া। ঝাঁকে ঝাঁকে উড়ন্ত পিঁপড়া মাঠে ধেয়ে আসলে তা ক্রিকেটারদের দৃষ্টিতে বাধা সৃষ্টি করে। ফলে খেলার অনুপযুক্ত পরিবেশ তৈরি হলে দুই আম্পায়ার ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ক্রিকেটাররাও মাঠ ছেড়ে চলে যান।
এ সময় মাঠের বড় পর্দায় লেখা ওঠে, উড়ন্ত পিঁপড়ার বাধায় খেলা স্থগিত। এরপর খেলা বন্ধ ছিল প্রায় ১৮ মিনিটের মতো। পরে খেলা শুরু হলেও কোনো ওভার কর্তন করা হয়নি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাধারণত বৃষ্টি হওয়ার কয়েকদিন পর এমন উড়ন্ত পিঁপড়ার দেখা মিলে। সঙ্গীর খোঁজে এবং নতুন করে কলোনি তৈরির উদ্দেশ্যে এভাবে উড়ে বেড়ায়। এ পর্বকে নাপটিয়াল ফ্লাইট বলা হয়। এ সময় উড়ন্ত পিঁপড়ার কুমারী রানীরা পুরুষ সঙ্গীর খোঁজে এভাবে উড়ে।
এদিকে খেলা পুনরায় শুরু হওয়ার পর ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রানেই থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আর তাতে ১১ রানের দুর্দান্ত এক জয় পায় ভারত।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।